ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে যৌতুকের জন্য লিমা (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী শাহীন পলাতক রয়েছে। রবিবার (১৮ জুন) ভোর ৪ টার দিকে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চর ছকিনা গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে একই এলাকার হত দরিদ্র মফিজল ইসলামের মেয়ে লিমার সাথে কামালের ছেলে শাহীনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য তার উপর নির্যাতন করেন শাহীন। রাতে যৌতুকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় নিহত লিমার বড় বোন সীমা বাদি হয়ে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/জুন ১৮, ২০১৭)