দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাজ্যের উত্তর লন্ডনে ফিনসবারি পার্কে পথচারীদের ওপর একটি গাড়ি দিয়ে হামলা করা হয়েছে। হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

লন্ডন ব্রিজ এলাকায় হামলার পর এবার ফিনসবারি পার্কে সন্ত্রাসী হামলা হয়েছে। রোববার স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান ও বিবিসি এ খবর প্রকাশ করেছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানায়, ফিনসবারি পার্কে গাড়ি হামলার ঘটনায় একজন পথচারীর মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলছে, গতকাল রোববার দিবাগত রাতে সেভেন সিস্টারস রোডের ফিনসবারি পার্ক মসজিদের কাছে পথচারীদের ওপর দ্রুত গতির একটি গাড়ি উঠিয়ে দেয় হামলাকারীরা। এতে অনেকেই আহত হয়েছেন। এটি একটি ‘গুরুতর হামলার’ ঘটনা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

এদিকে মসজিদটির চেয়ারম্যান মোহাম্মদ কসবার বলেছন, এটি একটি ‘সন্ত্রাসী হামলা’।

সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ফিনসবারি পার্কের সেভেন সিস্টার্স রোডে সংঘটিত এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

লন্ডনের দ্য সান পত্রিকার বরাত দিয়ে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ফিনসবারি পার্ক মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটেছে। এ সময় সেখানে অনেকে স্ব স্ব কাজে ব্যস্ত ছিলেন।

পুলিশ বলছে, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো ঘটনাস্থলে হাজির হয়।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আমরা সেভেন সিস্টার্স রোডে আমাদের বেশকিছু সদস্যকে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে পাঠিয়েছি।’

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/জুন ১৯, ২০১৭)