বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। নিহতরা সবাই ট্রাক যাত্রী। এছাড়া আহত হয়েছে আরও ৩ জন।

সোমবার (১৯ জুন) সকাল ১০টায় ঢাকা-বগুড়া মহাসড়কের ফটকি ব্রীজ এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী এবং বগুড়া থেকে ঢাকাগামী দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

তবে নিহতের নাম-ঠিকানা এ প্রতিবেদন প্রকাশ করা পর্যন্ত জানা যায়নি।

নিহতদের মৃতদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আনা হচ্ছে।

সাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি ঢাকা থেকে বগুড়ায় আসছিল। অপর ট্রাকটি চাল নিয়ে ঢাকায় যাচ্ছিল। সিমেন্ট বোঝাই ট্রাকের ৩ যাত্রীই মারা গেছেন। চাল বোঝাই ট্রাকের ৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন নিহতদের পরিচয় জানা যায়নি।

সড়ক দুঘর্টনার ফলে ঢাকা-বগুড়া মহাসড়কে প্রায় ২০মিনিট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুঘর্টনাকবলিত ট্রাক দু’টি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়।

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/জুন ১৯, ২০১৭)