দ্য রিপোর্ট প্রতিবেদক : অতি বৃষ্টিতে দেশের বিভিন্নস্থানে পাহাড়ধসে দেড় শতাধিক মানুষের প্রাণহানিতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।

সোমবার (১৯ জুন) জাতীয় সংসদে মন্ত্রিসভার বৈঠকে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, ‘চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত ১৬০ জনের মতো ব্যক্তির প্রাণহানি ঘটেছে। তাদের উদ্দেশ্যে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করে।’

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেছেন, ‘পাশাপাশি লন্ডনে অগ্নিকাণ্ডে অনেক লোকজন হতাহত হয়েছে। অনেক লোক নিখোঁজ রয়েছে এখন পর্যন্ত। তাদের উদ্দেশ্যেও শোক প্রস্তাব গ্রহণ করা হয়।’

গত ১৩ জুন পশ্চিম লন্ডনে লাটিমার রোডে নর্থ কেনসিংটনে ‘গ্রেনফেল টাওয়ার’ নামের বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাতেও মন্ত্রীসভা শোক জানিয়েছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/কেএনইউ/এস/জুন ১৯, ২০১৭)