মালয়েশিয়া প্রতিনিধি : বাংলাদেশের ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে দলটির মালয়েশিয়া শাখা।

এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি হলরুমে আয়োজন করা হয় আলোচনা সভা ও ইফতার মাহফিলের।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম ও দেশ বিনির্মাণে দলটির ভুমিকার কথা তুলে ধরা হয়। বঙ্গবন্ধুর হাতেগড়া এই দলটি বহু চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

মালয়েশিয়া শাখার প্রস্তাবিত কমিটির সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও শাহিন সর্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক সোহরাওয়ার্দী হোসেন সারোয়ার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, আলহাজ কামরুজ্জামান কামাল, তাজকির আহমেদ, নাজমুল ইসলাম বাবুল, জালাল উদ্দিন সেলিম ও রাসেল শিকদার ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এআরই/জুন ২৪, ২০১৭)