দ্য রিপোর্ট ডেস্ক : দুর্দান্ত ফর্মে থাকা রজার ফেদেরারকে রুখে দিতে পারেন নি মারিন সিলিচ। প্রথমবারে মতো উইম্বলডনের ফাইনালে ওঠা এই ক্রোয়েশিয়ান তারকা পাত্তাই পাননি ফেদেরারের সামনে। রবিবার (১৬ জুলাই) ফাইনালে মারিন সিলিচকে সরাসরি সেটে (৬-৩, ৬-১, ৬-৪ গেমে) হারিয়ে এবারের উইম্বলডনে পুরুষ এককের শিরোপা জিতে নিয়েছেন সুইজ তারকা। সঙ্গে গড়েছেন রেকর্ডও।

এটি ফেদেরারের অষ্টম উইম্বলডন শিরোপা। সেই সুবাদে এই আসরে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছেন রজার ফেদেরার।

উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সী (৩৫ বছর ১১ মাস ৮ দিন) খেলোয়াড় হিসেবে উইম্বলডন জেতার কীর্তিও গড়েছেন তিনি।

উইম্বলডনে সবেচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড এতদিন যৌথভাবে ছিল উইলিয়াম রেনশ, পিট স্যাম্প্রাস ও ফেদেরারের দখলে। ১৯৮৯ সালে ক্যারিয়ারে সপ্তমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন ব্রিটেনের রেনশ। আর ২০০০ সালে তার রেকর্ড স্পর্শ করেন ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী যুক্তরাষ্ট্রের স্যাম্প্রাস। রবিবার সিলিচকে হারিয়ে রেকর্ড একার করে নিয়েছেন ফেদেরার।

ফেদেরার এই নিয়ে গ্র্যান্ডস্ল্যামে ১৯ বার চ্যাম্পিয়ন হলেন। সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় তার পিছনে আছেন স্পেসেনর তারকা রাফায়েল নাদাল। তার শিরেপো ১৫টি।

(দ্য রিপোর্ট/জেডটি/জুলাই ১৬, ২০১৭)