দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তে জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করা হয়েছে।

দেশটির এক সেনা মুখপাত্র জানায়, জঙ্গিরা আফগানিস্তানে তাদের ঘাঁটি তৈরি করেছে। তাদের বিস্তার থামাতেই এই অভিযান।

সোমবার (১৭ জুলাই) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, পাকিস্তান বরাবরই তাদের মাটিতে আইএসের উপস্থিতি অস্বীকার করে এসেছে। তবে আফগানিস্তানে আইএসে অবস্থান তাদের জন্য বিপজ্জনক। গত কয়েক বছরে এই জঙ্গি গোষ্ঠী বেশ কয়েকটি হামলাও চালিয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেল আসিফ গফুর জানান, খাইবার- ফোর অপারেশন নামে ওই অভিযানে বিমান বাহিনী সহায়তা করছে। খাইবারের রাজগাল উপত্যকায় এই অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, ‘এই অভিযান খুবই প্রয়োজন ছিলৈা। এর মাধ্যমে আমরা তাদের বিস্তার রোধ করতে সক্ষম হবো। তাদের কোন শক্ত কাঠামো নেই। আমরা সেটা করতেও দেবো না।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১৭, ২০১৭)