দ্য রিপোর্ট প্রতিবেদক : যাত্রার বিবেক, সঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকার ওস্তাদ গৌরাঙ্গ আদিত্য গুরুতর অসুস্থ। হঠাৎ স্ট্রোক হওয়ায় বাম পাশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। তার চিকিৎসা সাহায্যে নাট্য প্রদর্শনী নিয়ে এগিয়ে এসেছে ঢাকার কয়েকটি নাট্যদল।

আগামী ২১ ও ২২ জুলাই সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদর্শিত হবে থিয়েটার আর্ট ইউনিটের ‘মর্ষকাম’। ২৩ জুলাই সন্ধ্যা ৭টায় পরীক্ষণ হলে মঞ্চায়িত হবে প্রাচ্যনাট স্কুল অব আ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ‘টোকোলশ’। একই সময়ে জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘কঞ্জুস’ মঞ্চস্থ করবে লোকনাট্য দল (বনানী)।

২৫ জুলাই সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে সুবচন নাট্য সংসদের ‘প্রণয় যমুনা’ দেখবেন দর্শক। ম্যাড থিয়েটারের নাটক ‘নদ্দিউ নতিম’ মঞ্চায়ন হবে ৩০ জুলাই সন্ধ্যা ৭টায় পরীক্ষণ হলে।

গৌরাঙ্গ আদিত্যের জন্ম ভারতের নদিয়া জেলার নবদ্বীপে, বেড়ে ওঠেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জে। কিশোর বয়সে ‘কৃষ্ণলীলা’য় নিমাই চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে তার যাত্রাজীবন শুরু।

বাবার কাছেই গানে হাতেখড়ি। পরবর্তীতে ওস্তাদ বীরেন চন্দ্র গোস্বামী, ওস্তাদ বিজয়কৃষ্ণ ভট্টাচার্য ও ওস্তাদ গোপাল দত্তের কাছে উচ্চাঙ্গসঙ্গীতে তালিম নেন।

পূর্ব পাকিস্তানে নবরঞ্জন অপেরা, বুলবুল অপেরা, গণেশ অপেরা, বাবুল অপেরা ও বাংলাদেশে নবরঞ্জন অপেরা, চারণিক নাট্যগোষ্ঠীর, কৃষ্ণকলি অপেরা, বঙ্গশ্রী অপেরা প্রভৃতি যাত্রাদলে তিন শতাধিক যাত্রাপালায় অভিনয় করেন আদিত্য। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন নানা পুরস্কার ও সম্মাননা।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/জুলাই ১৭, ২০১৭)