দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় আগামীকাল ১৮ জুলাই(মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটার প্রযোজনা ‘আওয়ার কান্ট্রিজ গুড’। টিম্বারলেক ওয়ের্টেনবেকার'র রচনা থেকে অনুবাদ করেছেন আব্দুস সেলিম। এটি নির্দেশনা দিয়েছেন হূমায়ুন কবির হিমু।

চলতি বছরের গত ৮ই ফেব্রুয়ারি নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। মঙ্গলবার নাটকটির ৪র্থ প্রদর্শনী হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ান ঔপন্যাসিক থমাস কেনেলির দ্য প্লেমেকার উপন্যাস অবলম্বনে এই নাটকটি লিখেছেন ব্রিটিশ নাট্যকার টিম্বারলেক ওয়ের্টেনবেকার।

বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। ঢাকা থিয়েটারের ৪৬তম এ প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন হুমায়ুন কবীর।

বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফখরুল বাসার, মিলি বাসার, শুভাশীষ ভৌমিক, রোজী সিদ্দিকী, মিলু চৌধুরী, সেতু ফাল্গুনী, ফারজানা চুমকি, মাহমুদুর রহমান, তাহমিদা নার্গিস, ইউসুফ খসরু, সাইদ রিংকু, বাদল, মোস্তাফা রতন, তারিকুল ইসলাম, সাজ্জাদুর সাজ, সৌদ, সম্রাট, অনিক, রজব, তারেক প্রমুখ।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/জুলাই ১৭, ২০১৭)