দ্য রিপোর্ট প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্স চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ১১৭ কোটি টাকার নীট মুনাফা করেছে। এক্ষেত্রে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির ৩৩ শতাংশ মুনাফা বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানান আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহি কর্মকর্তা আরিফ খান। 

এ সময় আইডিএলসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.২৮ টাকা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ২.৭২ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ২১ শতাংশ।

এদিকে কোম্পানির সম্পদের অনুপাতে (আরওএ) ২.৭৭ শতাংশ আয় হয়েছে। আর ইক্যুইটির অনুপাতে (আরওই) হয়েছে ২২.৮৯ শতাংশ। যা দেশের একই খাতের অন্যসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম বলে জানান আরিফ খান।

এই ৬ মাসে কোম্পানিটিতে ৫ হাজার ৭৭৯ জন নতুন গ্রাহক বেড়েছে। এতে লোন পোর্টফোলিও ৭৯৩ কোটি টাকা বা ১৩ শতাংশ বেড়ে ৭ হাজার কোটি টাকা হয়েছে।

আরিফ খান বলেন, ২০১৭ সালের প্রথমার্ধে ঋণ ব্যবসায় ভালো হয়েছে। অন্যদিকে সাবসিডিয়ারি আইডিএলসি ইনভেস্টমেন্ট ও আইডিএলসি সিকিউরিটিজও ভালো মুনাফা করেছে।

তিনি আরও বলেন, বিগত বছরের তুলনায় প্রতিষ্ঠানের বছরওয়ারী পরিচালন আয় ২৫ শতাংশ বেড়ে ৩১৬ কোটি টাকা হয়েছে। উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ আয়, ইন্টারেস্ট বাবদ মোট আয় এবং ফি বাবদ আয়ের বৃদ্ধির ফলে পরিচালন আয়ের এই প্রসার ঘটেছে।

গ্রাহকদের সমস্যাবলী সমাধানের প্রতি গুরুত্বারোপের মাধ্যমে মুনাফা অর্জন করেন বলে জানান আরিফ খান। বর্তমানে আইডিএলসি গ্রুপের মাধ্যমে ৪৭ হাজার গ্রাহককে সেবা প্রদান করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরএ/জুলাই ২০, ২০১৭)