দ্য রিপোর্ট প্রতিবেদক : সোমবার (৩১ জুলাই) বিবিএস ক্যাবলসের শেয়ার লেনদেন শুরু হবে। ‘এন’ ক্যাটাগরির আওতায় এ লেনদেন শুরু হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির ট্রেডিং কোড ‘বিবিএসক্যাবলস’ এবং কোম্পানি কোড নং ১৩২৪২।

এর আগে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের জন্য ২৩ মে বিবিএস ক্যাবলসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন শুরু হয়। যা চলে ৪ জুন পর্যন্ত। যার জন্য গত ১৩ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানির আইপিও অনুমোদন দেয়।

বিবিএস ক্যাবলস ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে প্লান্ট ও মেশিনারিজ ক্রয়, বিল্ডিং নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিও’র খরচ বাবদ এই টাকা ব্যবহার করা হবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেড।

(দ্য রিপোর্ট/আরএ/জুলাই ৩০, ২০১৭)