দ্য রিপোর্ট প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্সের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসি নোটিফিকেশন নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১১৯/এডমিন/৩৪ পরিপালন না করার কারণে লংকাবাংলা ফাইন্যান্সের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে।

বিএসইসি গত ১ আগস্ট লংকাবাংলা ফাইন্যান্স কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়টি জানিয়েছে।

এদিকে কোম্পানির রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব প্রত্যাখ্যানে শেয়ার দরে নেতিবাচক প্রভাব পড়েছে। আগের দিনের ৫৮.৪০ টাকার শেয়ার বুধবার (২ আগস্ট) লেনদেনের ১০ মিনিটেই ২.৩০ টাকা বা ৩.৯৪ শতাংশ কমে ৫৬.১০ টাকায় লেনদেন হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/আগস্ট ০২, ২০১৭)