দ্য রিপোর্ট প্রতিবেদক : চট্টগ্রামের অন্যতম সংস্কৃতি  চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা এন্ড মিউজিক-এর নাট্যকলা বিভাগের অভিনয় কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ‘এক্টর’স স্টুডিও’ শীর্ষক অভিনয় বিষয়ক কোর্সটিতে ২৫তম ব্যাচে অভিনয়ের তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হরে।

চার মাসব্যাপি এই কোর্সে ৪৮টি ক্লাসে প্রশিক্ষণ প্রদান করবেন ভারতের দিল্লীর ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতকোত্তর, ফেইম পরিচালক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অসীম দাশ।

কোর্স সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীরা ফেইম এর নিয়মিত প্রযোজনায় অংশগ্রহণের সুযোগ পাবেন। সীমিত আসনের কোর্সটিতে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অংশগ্রহণের সুযোগ থাকছে।

আগ্রহীরা ফেইম মহড়া কক্ষ চেরাগী পাহাড়াস্থ এম ওয়াই কদম মোবারক স্কুলের ইসলামাবাদী মেমোরিয়াল হলে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে যোগাযোগ করতে পারবেন। বিস্তারিত জানা যাবে-০১৯১৪-২০৭২৯৭, ০১৮১২-৪২৪৩৫৪ এই নাম্বারে ফোন করে।

(দ্য রিপোর্ট/পিএস/এপি/আগস্ট ০৭, ২০১৭)