দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক আজ বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গাইবান্ধা সুন্দরগঞ্জের শিশু তৌফা ও তহুরাকে এবং সাতক্ষীরার মুক্তামনিকে দেখতে আসেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রথমে তৌফা ও তহুরাকে দেখতে এসে বলেন, ‘তাদের সার্জারি সফল হয়েছে। তবে সামান্য কিছু সমস্যা রয়েছে। যদি কাটা স্থানে কোন ইনফেকশন না হয় তাহলে তারা দ্রুত সুস্থ হবে বলে আশা করছি। দোয়া করি তারা দু’জনেই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে।’

এদিকে শিশু সার্জারি সহকারী অধ্যাপক ড. সাহনুর ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সার্জারি সফল হয়েছে কিন্তু তহুরার একটু ইনফেকশন দেখা দিয়েছে। তবে এটি দ্রুত সেরে যাবে বলে আশা করছি। অপরদিকে তৌফা ভালো আছে।

দ্বিতীয় পর্যায়ে বার্ন ইউনিটে ৬ তলায় মুক্তামনিকে দেখতে যান স্বাস্থ্যে প্রতিমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘মুক্তামনির স্বাস্থ্যের খবর নিয়েছি। সে ভালো আছে। তার জন্য দোয়া করেছি। সেও আমার কাছে দোয়া চেয়েছে।’

(দ্য রিপোর্ট/আরএস/কেএনইউ/এনঅাই/আগস্ট ০৯, ২০১৭)