দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিদিন এতো মামলায় হাজিরা দিতে হয়, আগে জানলে আইনের পরীক্ষা দিয়ে কোর্টেই বসে থাকতাম। তাহলে আর প্রতিদিন আদালতে এসে হাজিরা দিতে হতো না।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা জজ কোর্টে বিএনপির সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ‘বিএনপির এই সদস্য সংগ্রহ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সরকার আমাদের কোনো কর্মসূচি পালন করতে দেয় না। তাই, সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে আমাদের মানুষের ঘরে ঘরে যেতে হবে।’

ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট বোরহান উদ্দিন, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ।

(দ্য রিপোর্ট/সাআ/এপি/আগস্ট ০৯, ২০১৭)