শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকায় পদ্মা নদীতে ট্রলারডুবি ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় দুই শিশু ও এক নারীর নিখোঁজ হওয়া খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৭টার দিকে নড়িয়ার মুলফুদগঞ্জ মজিদ শাহ মাজার থেকে ১৪ জন যাত্রী নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- রুমান খালাসী (১৪), আয়েশা বেগম (২.৫) ও শিরিন বেগম (৬৫)। তারা জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ধলু আকনকান্দি গ্রামের বাসিন্দা।

সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, মজিদ শাহ্ মাজার থেকে ১৪ জন যাত্রী নিয়ে যাওয়ার পথে পদ্মা নদীতে ট্রলারডুবির এ দুর্ঘটনা ঘটে। এসময় ১১ জন সাঁতরে পারে উঠতে পারলেও শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন। আমরা চেষ্টা করছি তাদের উদ্ধার করতে।

তীরে সাঁতরে আসার পর ট্রলারের যাত্রীরা জানান, ১৪ জন যাত্রী ছিল ট্রলারটিতে। মজিদ শাহ মাজার থেকে ফেরার পথে ট্রলারের তেল শেষ হয়ে যায়। পরে তেল আনতে যান ট্রলার চালক। এক পর্যায়ে স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়।

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/আগস্ট ১০, ২০১৭)