দ্য রিপোর্ট ডেস্ক : এবার ভিসা ছাড়াই কাতারে যেতে পারবেন ৮০টি দেশের নাগরিকেরা। কেবল বৈধ পাসপোর্ট থাকলেই চলবে।

বুধবার (৯ আগস্ট) ভিসা ছাড়াই প্রবেশাধিকারের ঘোষণা দিয়েছে কাতার। আকাশপথে পরিবহন ও পর্যটন খাতকে চাঙা করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর- এএফপির

দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পর্যটন বিভাগের কর্মকর্তা হাসান আল-ইব্রাহিম বলেন, ভিসা ছাড়াই তাঁদের দেশে যাওয়ার এই পরিকল্পনা কাতারকে ওই অঞ্চলে সবচেয়ে মুক্ত দেশে পরিণত করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ রাশেদ আল-মাজরউই বলেন, ৮০টি দেশের নাগরিকদের এখন কেবল বৈধ পাসপোর্ট লাগবে কাতারে প্রবেশ করার জন্য। যদিও কোন কোন দেশের নাগরিকরা ভিসা ছাড়া প্রবেশাধিকার পাবেন কিংবা কবে নাগাদ এই কর্মসূচি চালু হবে, সে-সংক্রান্ত কিছু গতকাল জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভিসা ছাড়া কাতার গিয়ে ৩৩টি দেশের নাগরিকেরা ১৮০ দিন এবং বাকি ৪৭টি দেশের নাগরিকেরা ৩০ দিন পর্যন্ত থাকতে পারবেন। প্রয়োজনে সেখানে থাকার মেয়াদ আরও একবার বাড়াতে পারবেন।

কাতার এয়ারওয়েজের প্রধান আকবার আল-বাকের বলেন, তিনি মনে করছেন যে নতুন কর্মসূচির প্রাথমিক সুফলভোগী হবেন তারা।

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/আগস্ট ১০, ২০১৭)