দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর রেলস্টেশনের মধ্যবর্তীস্থানে ট্রেনে কাটা পড়ে এবাদউল্লাহ (৫৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।

বুধবার (৯ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত এবাদুল্লাহ কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বকসিকান্দা গ্রামের বাসিন্দা। বর্তমানে মুগদা মানিকনগর এলাকায় ভাড়া থাকতেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, গতরাতে এবাদুল্লাহ রাস্তায় সিএনজি রেখে রেললাইনের ধারে প্রসাব করতে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে রাত ২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

(দ্য রিপোর্ট/আরএস/কেএনইউ/এনআই/আগস্ট ১০, ২০১৭)