দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে খিলগাঁও এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত এক জঙ্গীর মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জঙ্গীর মরদেহ নিয়ে ঢামেক মর্গ থেকে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তন্তর করা হয়। আঞ্জুমানের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেন ক্যারিয়ার ম্যান কবির হোসেন।

ক্যারিয়ার কবির হোসেন জানান, মরদেহ জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৭ মার্চ খিলগাঁও শেখের এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় অজ্ঞাত (২৫) এক জঙ্গী।পরে ময়নাতদন্ত শেষে ঢামেক মর্গের ফ্রিজে তার মরদেহ রাখা হয়েছিল।

(দ্য রিপোর্ট/আরএস/কেএনইউ/আগস্ট ১০, ২০১৭)