দ্য রিপোর্ট ডেস্ক : চীনে বাস দুর্ঘটনায় ৩৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে শুক্রবার এ খবর দিয়েছে রয়টার্স ও বিবিসি।

খবরে বলা হয়েছে, বাসটি শহরের উত্তর-পূর্বের চেনগুদু থেকে হেনান প্রদেশের দক্ষিণ-পশ্চিমের লোয়াংয়ে যাচ্ছিল। পথে চার লেনের সুড়ঙ্গ সড়কের দেয়ালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত হানলে সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ ৩৬ জন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে দমকল কর্মীরা। ইতোমধ্যে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটিতে মোট ৫১ জন আরোহী ছিলেন।

দেশটিতে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

(দ্য রিপোর্ট/এম/এনআই/আগস্ট ১১, ২০১৭)