সাভার প্রতিনিধি : আশুলিয়ায় গান গাওয়ার আমন্ত্রণ জানিয়ে এক নারী বাউল শিল্পীকে ডেকে এনে গণধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া ঘটনার সাথে জড়িত বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১১ আগস্ট) সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাজ্জাক ও আতাউর নামে দুই ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গণধর্ষণের শিকার বাউল শিল্পী অজ্ঞাতনামাদের আসামি করে আশুলিয়া থানায় একটি ধর্ষণ মামলা (নং-২৬) দায়ের করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল দুই ধর্ষককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গণধর্ষণের ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে আনুষ্ঠানিকভাবে ধর্ষকদের সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বুধবার আশুলিয়ার আউকপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা বলে নারায়ণগঞ্জ থেকে এক বাউল শিল্পীকে ডেকে আনেন কয়েক ব্যক্তি। পরে তাকে একটি কক্ষে আটক রেখে ৮-১০ জনের একদল তাকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে ওই শিল্পী জ্ঞান হারিয়ে ফেললে ধর্ষকরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হয়ে ওই বাউল শিল্পী আশুলিয়া থানায় হাজির হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় আশুলিয়ার বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে শুক্রবার সকালে ঘটনায় জড়িত রাজ্জাক ও আতাউর নামে ২ ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।

(দ্য রিপোর্ট/এম/এনআই/আগস্ট ১১, ২০১৭)