ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে জেএমবির তামিম-সরোয়ার গ্রুপের আঞ্চলিক সমন্বয়কারী লিমন হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব।

জেলা সদরের চুয়াডাঙ্গা গ্রামের বিসিকপাড়া থেকে রবিবার (১৩ আগস্ট) ভোরে জঙ্গি মামলায় তাকে গ্রেফতার করা হয়। লিমন একই গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে।

র‌্যাব-৬ এর কার্যালয়ে রবিবার দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলন করার পর তাকে আদালতে পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৬ এর পরিচালক খন্দকার রফিকুল ইসলাম, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের মেজর মনির আহমেদসহ সংবাদকর্মীরা।

লিখিত বক্তব্য পাঠকালে র‌্যাব ৬-এর পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে জেলা সদরের চুয়াডাঙ্গা গ্রামের বিসিকপাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের আঞ্চলিক সমন্বয়কারী লিমন হুসাইনকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে জেএমবিকে সংগঠিত করে আসছিল।

লিমন জেলা সদরের চুয়াডাঙ্গা গ্রামে এ বছরের গত ১৬ ও ১৭ মে দুই দিনব্যাপী র‌্যাবের অভিযানকালে সুইসাইডেল ভেস্ট ও এ্যান্টি পার্সেনেল মাইন সদৃশ্য ইমপ্রোভাইজড ডিভাইসসহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার মামলার প্রধান পলাতক আসামি।

(দ্য রিপোর্ট/একেএ/এপি/আগস্ট ১৩, ২০১৭)