টাঙ্গাইল প্রতিনিধি : গত কয়েক দিনের বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকায় বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি। এতে টাঙ্গাইলের অংশ যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে আবারও পানিবন্দি হয়ে পড়েছে টাঙ্গাইল সদর, ‍ভূঞাপুর, কালিহাতী ও গোপালপুর উপজেলার শত শত পরিবার।

এদিকে, পানি বাড়তে থাকায় ৩০টিরও বেশি গ্রামের ৫০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, উজান থেকে নেমে আসা ঢল এবং কয়েকদিনের বৃষ্টিতে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। পানি আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/আগস্ট ১৩, ২০১৭)