দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে বন্যার পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় বন্যাজনিত কারনে মোট ৯ জন মারা গেল।

রবিবার (১৩ আগস্ট) বিকালে কাহারোল উপজেলার ঈশ্বরগ্রাম থেকে কলার ভেলায় চড়ে পাশ্ববর্তী বিরল উপজেলার হাসিলা গ্রামে নিজ বাড়িতে ৩ সন্তান ও প্রতিবেশির ১ সন্তানকে নিয়ে আসছিলো আব্দুর রহমানের স্ত্রী সোনাভান বেগম। এ সময় কলার ভেলা উল্টে একই পরিবারের ৩ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়।

নিহতরা হলো- বিরল উপজেলার হাসিলা গ্রামের আব্দুর রহমানের মেয়ে চুমকি (১৩) শহিদ আলী (১০) সিয়াদ (৭) ও প্রতিবেশি সাঈদ হোসেনের পুত্র সিহাদ (৭)।

কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এরআগে সকাল থেকে দিনাজপুরে বন্যায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এরা হলো- দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী এলাকার আব্দুল হাকিমের ছেলে সাইফুল ইসলাম (৪৫), বালুবাড়ী ঢিবিপাড়া এলাকার এনামুল হকের পুত্র মেহেদী হাসান (১৫), সদর উপজেলার মির্জাপুর এলাকার আব্দুল গফফারের পুত্র আবু নাইম (১৩), বিরল উপজেলার মালঝাড় এলাকার বাবলু রায়ের স্ত্রী দিপালী রায় (৩২) এবং সদর উপজেলার দরবারপুর গ্রামের মেহের আলীর পুত্র চাঁন মিয়া (৫৫)।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/আগস্ট ১৩, ২০১৭)