দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি গাইবান্ধার শিশু তৌফা ও তহুরাকে আগামী সপ্তাহে ছাড়পত্র দেওয়া হবে। সফল অস্ত্রোপচারে মাধ্যমে আলাদা করা পর শিশু দুটির শারীরিক অবস্থা খুবই ভাল বলে জানিয়েছে তাদের চিকিৎসকরা।

মঙ্গলবার (২২ আগস্ট) শিশু সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সাহনূর ইসলাম জানান, তৌফা-তোহুরাকে বিশেষ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে কেবিনে নেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা খুবই ভাল। আগামী সপ্তাহে তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, তবে তার আগে শিশু দুটির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড আবারো বসবো। সেখানেই তাদের পরবর্তি চিকিৎসা (ফলোআপ) ও হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১ আগস্ট জোড়া শিশু তৌফা-তোহুরাকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়। এরপর থেকে তাদেরকে বিশেষ পর্যবেক্ষনে রাখা হয়। বর্তমানে তাদের কে কেবিনে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/এনটি/আগস্ট ২২, ২০১৭)