দ্য রিপোর্ট প্রতিবেদক : সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা অপমান-অপদস্থ হয় এবং সেই নারীদের অনেকের পরবর্তী জীবন বিপর্যস্ত হয়ে যায়, সেরকমই একটি গল্প নিয়ে রিয়াজুল রিজু নির্মাণ করছেন নাটক ‌‘জলতরঙ্গ’।

দৃক এর পরিবেশনায় ও পিআর প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য নাটকটিতে অভিনয় করছেন শ্যামল মাওলা, তাসনূভা তিশা, বৈদ্ধ নাথ, রওশন আরা নিপা, মিহি আহসান, রোজ আফরোজ, মেহেদী আকাশসহ অনেকে।

নাটকটি রচনা করেছেন মেহেদী হাসান সজীব। সহকারী পরিচালক হিসেবে রয়েছেন আর কে সরকার রকি, ক্যামেরায় তারেক বাবু, হেড অব প্রোডাকশন হিসেবে রয়েছেন মামুন খান।

নির্মাতা রিয়াজুল রিজু বলেন, ‘দীর্ঘ প্রায় আড়াই বছর পর নাটক নির্মাণে হাত দিলাম। গল্পটি ভালো লাগায় পিআর প্রোডাকশনের প্রযোজনায় হাঠাৎ করেই এই নাটকটি নির্মাণ করছি। আগামী ঈদুল আযহার অনুষ্ঠানমালায় চ্যানেল নাইনে নাটকটি প্রচারিত হবে।’

(দ্য রিপোর্ট/পিএস/এনটি/আগস্ট ২৩, ২০১৭)