দ্য রিপোর্ট প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার ছুটিতে ব্যাংকগুলোর সকল এটিএম বুথগুলোয় পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (২৭ আগস্ট) দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট।

পাশাপাশি এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রেও কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বুথ সার্বক্ষণিক সেবা চালু রাখা, এটিএম বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুততম সময়ে সমাধান করা, পর্যাপ্ত টাকা সরবরাহ রাখা, বুথে সার্বক্ষণিক পাহারাদারদের সতর্ক অবস্থানসহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিতকরণ।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৮, ২০১৭)