বেনাপোল প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের সাথে টানা ৩ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক পারবে।

ছুটি চলাকালে বন্দরে যাতে কোনোরকম দুর্ঘটনা না ঘটে এজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুর রউফ সাংবাদিকদের জানান, ঈদের ছুটির কারণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১ সেপ্টোম্বর থেকে ৩ সেপ্টোম্বর সরকারি ছুটি ঘোষণা হয়েছে। ৪ সেপ্টম্বর সকাল থেকে পুনঃরায় বন্দর দিয়ে দুই দেশের বাণিজ্যিক লেনদেন শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ জানান, এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ওই সময় স্বাভাবিক থাকবে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০২, ২০১৭)