দ্য রিপোর্ট প্রতিবেদক : ফ্যান্টাসি সিনেমা নামের একটি নতুন সিনেমা হল পবিত্র ঈদুল আজহার দিন থেকে আনুষ্ঠানিক প্রদর্শনী শুরু করেছে। প্রথম সিনেমা হিসেবে প্রদর্শিত হচ্ছে ‘রংবাজ’।

চলচ্চিত্রের মানুষেরা হতাশা ব্যক্ত করেন একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে সেটা নিয়ে। প্রদর্শক সমিতির হিসেবে গত এক যুগে ১২০০ থেকে চালু সিনেমা হলের সংখ্যা ৩০০ তে নেমে এসেছে। এ রকম বাস্তবতায় চলচ্চিত্রের মানুষদের জন্য সুখবর— রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে চালু হলো নতুন সিনেমা হল।

শাকিব খান ও বুবলি অভিনীত ছবিটি পরিচালনা করেছেন আবদুল মান্নান ও শামীম আহমেদ রনি।

হল কর্তৃপক্ষ জানায়, তারা আপাতত প্রতিদিন চারটি করে শো চালাবে। সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৫টা এবং রাত ৮টায় শোগুলো চলবে।

হলটিতে রয়েছে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ফুট কোর্ট, সুসজ্জিত অপেক্ষা কক্ষ। প্রাথমিকভাবে একটি পর্দা নিয়ে হলটি চালু হয়েছে। পর্যায়ক্রমে আরো দুটি পর্দা যুক্ত করা হবে।

এ নিয়ে চলতি বছরে নতুন দুটি হল চালু হলো– ফ্যান্টাসি ও মুন্সিগঞ্জের পিক্স সিনেপ্লেক্স। অন্যদিকে নতুনরূপে যাত্রা করেছে খুলনার খালিশপুরের লিবার্টি হলটি।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০২, ২০১৭)