রাজবাড়ী প্রতিনিধি : দেশের রাজবাড়ীর দৌলতদিয়ায় প্রায় ৫ শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে যানবাহনগুলো পারাপারের অপেক্ষায় রয়েছে।

নদী পারের জন্য দৌলতদিয়া প্রান্তে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। এজন্য তাদের খাবারসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে। এদিকে দৌলতদিয়া প্রান্তে আটকে থাকার কারণে তারা ঢাকার ট্রিপগুলো সময় মতো ধরতে পারছেন না পরিবহন চালকরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম সাংবাদিকদের জানান, নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে প্রায় দেড় শতাধিক যাত্রীবাহী বাস, ৪ শতাধিক ট্রাক সিরিয়ালে রয়েছে। মূলত কাঠালবাড়ী-শিমুলিয়া রুটে নব্যতা সংকটের কারণে দৌলতদিয়ায় এ চাপ পড়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৮, ২০১৭)