দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান হত্যাকাণ্ড-নির্যাতনের প্রতিবাদে মিয়ানমার জাতীয় ফুটবল দলের ইরানি কোচ রেজা কোর্দি পদত্যাগ করেছেন।

গত বৃহস্পতিবার পদত্যাগ করেন রেজা কোর্দি। খবর- প্রেস টিভি।

চলতি বছরের এপ্রিল মাস থেকে তিনি মিয়ানমার জাতীয় ফুটবল দলের (পুরুষ) কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পদত্যাগের কারণ হিসেবে রোহিঙ্গাদের ওপর বৌদ্ধ এবং মিয়ানমারের সেনাবাহিনীর তাণ্ডবকে উল্লেখ করেছেন তিনি।

রেজা কোর্দির সিদ্ধান্তে ইরানের জাতীয় অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট কিওমারস হাসেমি সন্তোষ প্রকাশ করেছেন। রেজা কোর্দিকে তিনি ধন্যবাদও জানিয়েছেন।

দেশটির ফুটবল দলের কোচ হিসেবে রোহিঙ্গাদের চরম সঙ্কটের মুহূর্তে পদত্যাগ করলেন রেজা কোর্দি।

গত ২৫ আগস্ট মিয়ানমার পুলিশ ও সেনাবাহিনীর কিছু তল্লাশি চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার অযুহাতে রোহিঙ্গা নিধন শুরু করে মিয়ানমার সেনাবাহিনী।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৯, ২০১৭)