টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে যমুনা নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েক দিনের ভারী বর্ষনে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে পানি বেড়েছে যমুনাসহ স্থানীয় নদীগুলিতে।

ফলে করে তৃতীয় দফা বন্যা আতঙ্কে টাঙ্গাইলের নিন্মাঞ্চলের লোকজন।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মো. শাহজাহান মিয়া জানান, গত কয়েক দিনে টাঙ্গাইলে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে করে যমুনা নদীসহ আঞ্চলিক নদীগুলিতে পানি বেড়েছে। যমুনা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নদীগুলিতে পানি বৃদ্ধি পেয়েছে। তবে আগামী দুই-তিন দিনের মধ্যেই পানি কমে যেতে পারে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৩, ২০১৭)