দ্য রিপোর্ট প্রতিবেদক : মিনিস্টার ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বে বুধবার ( ১৩ সেপ্টেম্বর) ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচগুলোতে জয় পেয়েছে- এনটিভি, চ্যানেল ২৪, আমাদের সময়, আরটিভি, ডেইলি স্টার, কালের কণ্ঠ, বাসস ও বাংলা নিউজ২৪।

সবগুলো ম্যাচই শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম ম্যাচে এনটিভি ১-০ গোলে এটিএন নিউজকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন এনটিভির আরিফুর রহমান। দ্বিতীয় ম্যাচে চ্যানেল ২৪ ২-০ গোলে সমকালকে পরাজিত করে। বিজয়ী দলের হাসান ইমাম রুবেল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তৃতীয় ম্যাচে আমাদের সময় ১-০ গোলে চ্যানেল আইকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন আমাদের সময়ের আসাদুর রহমান। চতুর্থ ম্যাচে আরটিভি ১-০ গোলে ফিনান্সিয়াল এক্সপ্রেসকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন আরটিভির রকিব মানিক। পঞ্চম ম্যাচে ডেইলি স্টার ২-০ গোলে ভোরের কাগজকে পারাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন ডেইলি স্টারের অতিথি খেলোয়াড় মজিবুর রহমান। পরের ম্যাচে কালের কণ্ঠ ২-০ গোলে প্রথম আলোকে হারায়। ম্যাচ সেরা হয়েছেন কালের কণ্ঠের শামীম হাসান। দিনের সপ্তম ম্যাচে বাসস টাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে ডেইলি সানকে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী হন বিজয়ী দলের রাশেদুল ইসলাম। দিনের শেষ ম্যাচে বাংলা নিউজ২৪ টাইব্রেকারে ২-১ গোলে নয়া দিগন্তকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বাংলা নিউজ২৪ এর সেরাজুল ইসলাম সিরাজ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ব্যবস্থাপনায় এবং মিনিস্টার ফ্রিজের পৃষ্ঠপোষকতায় এবারের টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার গড়বো বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ১৩, ২০১৭)