দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ি এলাকার রায়েরবাগে দাঁড়িয়ে থাকা বাসের সঙ্গে লেগুনার ধাক্কায় ১২ যাত্রী আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে হারুন (২২) ও হৃদয়ের (২০) অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে রায়েরবাগ ফারুক সিএনজি পাম্পের সামনে এই দুর্ঘটন ঘটে।

আহত বাকি যাত্রীরা হলেন- আ. আজিজ, নাসির, হাবীব, মনু মিয়া, লাল মিয়া, রফিকুল, গিয়াস, রানা, খায়ের ও অজ্ঞাত পরিচয়ের এক যাত্রী।

যাত্রবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, নারায়ণগঞ্জের মৌচাক থেকে ঢাকার যাত্রবাড়ির দিকে আসা একটি লেগুনা ফারুক সিএনজি পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে ধাক্কা দেয়ে। এতে ওই লেগুনার চালকসহ ১২ যাত্রি আহত হয়।

এসআই আরও জানান, আহতদের মধ্যে সবাই শ্রমিক। কাজের জন্য তারা যাত্রাবাড়ি আসছিলো। আহতদেরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৪, ২০১৭)