কক্সবাজার প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ হাজার টয়লেট নির্মাণ করা খুব জরুরি। দ্রুত স্যানিটেশন ল্যাট্রিন নির্মাণ করা না হলে রোহিঙ্গা শিবিরে রোগবালাই মহামারি আকারে ধারণ করবে।’

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার শহরের গোলদীঘির পাড়ে ইন্দ্রসেন দুর্গামন্দিরে দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এই ১০ হাজার স্যানিটেশন ল্যাট্রিন নির্মাণের জন্য দেশি-বিদেশি এনজিওসহ সকলকে এগিয়ে আসার আহবানও জানিয়েছেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে নিপীড়িত হয়ে এত রোহিঙ্গা আমাদের দেশে এসেছে। তাদের আমরা থাকতে দিচ্ছি। তাদের জন্য খাবার দিচ্ছি। লাখ লাখ রোহিঙ্গা এসেছে। কক্সবাজারের মানুষ খুবই উদার এবং মানবিক। তারা যদি রোহিঙ্গাদের গ্রহণ না করতো, তাহলে এই পরিস্থিতি সামাল দেওয়া সরকারের পক্ষে কঠিন হতো।’

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত খাদ্য ও ত্রাণ রয়েছে। কিন্তু এই মুহুর্তে রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন স্যানিটেশন টয়লেট।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে থাকা নিয়ে সমালোচনা করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে দেশে এখন মানবিক সংকট চলছে। সারাদেশের মানুষ এখন রোহিঙ্গাদের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু এই সংকটেও বিএনপির চেয়ারপারসন দেশে নেই। তিনি এই সংকটেও মাসের পর মাস লন্ডনে অবস্থান করছেন। দেশের মানুষ বিচার করবে কোন দল দেশের সংকটে মানুষের পাশে থাকে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে সংসদ আবদুর রহমান বদি, সাইমুম সরওয়ার কমল, কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন, পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামসহ আওয়ামী লীগ ও হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ২৬, ২০১৭)