দ্য রিপোর্ট প্রতিবেদক : দুই বছর আগে রাজধানীর মিরপুরে নাশকতার দুই মামলায় খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, বিএনপি নেতা আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নীরবসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগ আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১০ মার্চ বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে মিরপুর এলাকায় নাশকতার অভিযোগ মামলা দায়ের করে পুলিশ।

২০১৬ সালের ২৪ জুলাই বিএনপি নেতা আমান উল্লাহ আমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও মারুফ কামাল খান সোহেলসহ ৪১ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি অভিযোগপত্র দায়ের করা হয়।

মামলায় বিএনপি নেতা মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরবসহ ১৮ জন বর্তমানে জামিনে আছেন।


(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৯, ২০১৭)