চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় লোহা গলানোর ট্যাংক বিস্ফোরিত হয়ে ১১ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ছয় শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অগ্নিদগ্ধ ১১ জনের মধ্যে ৮ জনের নাম জানা গেছে। তারা হলেন- আবদুর রবের ছেলে আনোয়ার হোসেন (৩০), আনছার আলীর ছেলে মিজানুর রহমান (২৭),বাদশা মিয়ার ছেলে সোলায়মান (২৮), মতিউর রহমানের ছেলে মিনহাজুল ইসলাম (২৮), আবদুল হকের ছেলে শাহ আলম (৩২), তাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর (২৭), আজিজুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (২৬), আতাউল হকের ছেলে আলাউদ্দিন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন জানান, সকালে জিপিএইচ ইস্পাত কারখানার ট্যাংক বিস্ফোরণে অগ্নিদগ্ধ ১১ জন শ্রমিককে হাসপাতালে নিয়ে আসে ওই কারখানার অন্য শ্রমিকরা। দগ্ধদের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১০, ২০১৭)