দ্য রিপোর্ট ডেস্ক : করবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস প্রতিনিধিত্ব করবেন।

বাংলাদেশ-ভারতের বিভিন্ন চলচ্চিত্রে নিয়মিত কাজ করে যাওয়া এ নায়কের একার কাঁধেই থাকছে দায়িত্বটা। আগামী ১৫ অক্টোবর লন্ডনে এর মূল আসর বসবে।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘প্রত্যেক বছর করবাই ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যাল একটি দেশকে প্রেজেন্ট করে থাকে। এবার বাংলাদেশকে নির্বাচিত করা হয়েছে। সেখানে ‘বৃহন্নলা’ সিনেমাটি দেখানো হবে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমাকে নেয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এটা আমার কাছে খুবই আনন্দের। খুবই সন্মানিত বোধ করছি। দেশকে উপস্থাপন করতে যাব এটা অবশ্যই ভালো লাগার বিষয়। তবে টেনশনও হচ্ছে কারণ আমি একা যাচ্ছি। একা যাচ্ছি বলেই দায়িত্বটা আমার একার কাঁধে।’

চিত্রনায়ক ফেরদৌস বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনিবার্হী পরিষদের সদস্য। বর্তমানে বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১২, ২০১৭)