দ্য রিপোর্ট ডেস্ক : এমবি ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ কোম্পানিটির ২০১৬-১৭ অর্থবছরের মুনাফার ৯৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। বাকি ১ শতাংশ রিজার্ভে যোগ হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এমবি ফার্মার ২০১৬-১৭ অর্থবছরে শেয়ারপ্রতি ৩.০২ টাকা হিসাবে মোট ৭২ লাখ ৪৮ হাজার টাকা মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ শতাংশ হারে প্রতিটি শেয়ারে ৩ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। এ হিসাবে মুনাফার ৭২ লাখ টাকা বা ৯৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যাতে বাকি ৪৮ হাজার টাকা বা ১ শতাংশ রিজার্ভে যোগ হবে।

২ কোটি ৪০ লাখ টাকার পরিশোধিত মূলধনের এমবি ফার্মার ৩ কোটি ৫৬ লাখ টাকার রিজার্ভ রয়েছে। যা ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় মুনাফার কম লভ্যাংশ ঘোষণা করায় এর পরিমাণ আরও ৪৮ হাজার টাকা বাড়বে।

এর আগে কোম্পানিটি ২০১৩ সালে মুনাফার ৮৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এছাড়া ২০১৪ সালে ৮৯ শতাংশ ও ১৮ মাসে (জানুয়ারি ১৫-জুন ১৬) ৮৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।

এদিকে এর আগে ১৮ মাসে (জানুয়ারি ১৫-জুন ১৬) কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩.১৪ টাকা। এর বিপরীতে ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল। এ হিসাবে ২০১৬-১৭ অর্থবছরের কম ইপিএসের তুলনায় বেশি লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য রবিবার (৫ নভেম্বর) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাড়িয়েছে ৪০৯.৯০ টাকায়।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৬, ২০১৭)