নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে একটি বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির ৩ সদস্যকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

 

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ ৭নং বিশেষ ট্র্যাইবুন্যালের বিচারক কামরুন্নাহারের আদালত এ সাজা প্রদান করেন।

 

 দণ্ডপ্রাপ্তরা হলেন-বন্দরের ফরাজিকান্দা এলাকার মৃত কামালউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩০), রূপগঞ্জের হীরনাল এলাকার মিলন মোল্লার ছেলে তৈয়্যবুর রহমান (৩০) ও একই এলাকার আমিজউদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নাঈম (৩৪)।

 

রায় ঘোষণার সময়ে তিনজনই আদালতে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ জানিয়েছেন, ২০০৭ সালের ৬ জানুয়ারিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হীরানাল এলাকার তৈয়্যবুর রহমানের বাড়িতে ৩০টি হ্যান্ডগ্রেনেড বডি উদ্ধার করে র‌্যাব-১১ এর একটি দল। তখন তৈয়্যবুর ছাড়াও আবদুল্লাহ আল নাঈম ও সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় র‌্যাব-১১ এর ডিএডি আবদুস সালাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। গ্রেফতারকৃত তিনজনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির সক্রিয় সদস্য।

এদিকে, সোমবার রায় প্রদান শেষে কারাগারে নেওয়ার পথে সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি ন্যায় বিচার পাই নাই। আমি উচ্চ আদালতে আপিল করবো।’

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১৩, ২০১৭)