দ্য রিপোর্ট প্রতিবেদক : সংগীতশিল্পী বারী সিদ্দিকীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। রবিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয় বলে জানিয়েছেন তার পুত্র সাব্বির সিদ্দিকী।

গণমাধ্যমকে সাব্বির বলেছেন, ‘আস্তে আস্তে বাবার শারীরিক অবস্থা চরম অবনতির দিকে যাচ্ছে। ডাক্তারদের সঙ্গে সকালে কথা হয়েছে। উনারা বলছেন, এখন দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। বাবার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাইছি।’

শুক্রবার (১৭ নভেম্বর) রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে বারী সিদ্দিকীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।শারীরিক অবস্থা গুরুতর বিবেচনায় সঙ্গে সঙ্গেই আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে কার্ডিওলজি বিভাগের চিকিৎসক আবদুল ওয়াহাবের তত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

চিকিৎসক জানিয়েছেন, হৃদরোগ ছাড়াও কিডনির জটিলতায় ভুগছেন তিনি।

এ সংগীতশিল্পী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের একজন খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বাঁশিবাদক। মূলতঃ গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গান করে থাকেন তিনি।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১৯, ২০১৭)