দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকায় কর্মরত পেশাদার রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। এ সময় ডিআরইউ সদস্যরা স্বতস্ফূর্তভাবে ভোট প্রদান করেন।

 

 

 

ডিআরইউ কার্যনির্বাহী কমিটির ২১টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর মধ্যে সভাপতি পদে নির্বাচন করছেন সাইফুল ইসলাম, আবু দারদা যুবায়ের ও রফিকুল ইসলাম আজাদ।

সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন মুরসালিন নোমানী, শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল), রেজাউল করিম, শাসছুদ্দীন আহমেদ ও সৈয়দ শুকুর আলী (শুভ)।

যুগ্ম-সম্পাদক পদে নির্বাচন করছেন মো. মঈন উদ্দিন খান, অমরেশ রায়, হালিম মোহাম্মদ ও মেহেদী আজাদ মাসুম।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করছেন এস এম গাউসুল আজম বিপু, নূরুল ইসলাম হাসিব ও আফজাল বারী।

দফতর সম্পাদক পদে নির্বাচন করছেন মো. জেহাদ হোসেন চৌধুরী ও মোরসালিন আহমেদ।

প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে নির্বাচন করছেন আহমেদ সিরাজ ও মো. মহসিন হোসেন।

ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছেন আরাফাত দাড়িয়া ও মাকসুদা লিসা।

আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচন করছেন সাইফুল ইসলাম মন্টু ও কামাল উদ্দিন সুমন।

কল্যাণ সম্পাদক পদে নির্বাচন করছেন মো. এমদাদুল হক খান ও কাওসার আজম।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন এস এম এ কালাম, কামাল মোশারেফ, আব্দুল্লাহ আল কাফি, মোহাম্মদ সাইদুল ইসলাম, আব্দুল হাই তুহিন, মো. শাহাবুদ্দিন মাহতাব, মো. জাফর ইকবাল, এহসানুল হক জসীম, মাহমুদা ডলি ও জান্নাতুল ফেরদৌস পান্না। এই ১০ জনের মধ্যে নির্বাচিত হবেন সাতজন।

পাঁচটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে আছেন সহ-সভাপতি পদে গ্যালমান শফি, অর্থ সম্পাদক পদে মানিক মুনতাসির, নারীবিষয়ক সম্পাদক পদে ঝর্ণা মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনিসুল হক ভূঁইয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী।

এর আগে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ৩০, ২০১৭)

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ৩০, ২০১৭)