দ্য রিপোর্ট ডেস্ক : বিজয়ের মাসের শুরুর সপ্তাহ থেকেই সুমন আনোয়ারের রচনা ও নির্দেশনায় রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ইডিয়ট’র। এতে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মৌসুমী হামিদ, শবনম ফারিয়া ও তন্ময়।

‘সমাজে পিছিয়ে থাকা মানুষের গল্প নিয়েই মূলত ইডিয়ট নাটকটির নির্মাণ কাজ এগিয়ে চলছে। যাদের আমরা স্পেশাল চাইল্ড বলে থাকি। কিন্তু তারা আসলে অনেক স্বাভাবিক মানুষের চেয়ে স্পেশাল। আমরা স্বাভাবিকভাবে তাদের ইডিয়ট বলি। কিন্তু বস্তুত আমরাই ইডিয়ট, যারা তাদের স্পেশালিটি বুঝতে পারি না।’

‘ইডিয়ট’ নাটকের বিষয়বস্তু প্রসঙ্গে এমনই বললেন নাটকটির রচয়িতা ও নির্মাতা সুমন আনোয়ার। নাটকে মৌ চরিত্রে অভিনয় করছেন মৌসুমী হামিদ, শেফা চরিত্রে শবনম ফারিয়া এবং ইরা চরিত্রে অভিনয় করছেন তন্ময়। আরো অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, মনিরা মিঠু, সাজ্জাদ ও তানভীর।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘বেশ ভালো লাগছে নতুন এ কাজটি। সুমন ভাইয়ের কাজ সবসময়ই একটু অন্যরকম হয়। আমি আশা করছি, এটি অনেক ভালো একটি কাজ হবে। এক অর্থে এটি পুরোপুরি কমেডি না আবার কমেডি ঘরানারও নাটক। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’

শবনম ফারিয়া বলেন, ‘সুমন ভাইয়ের নির্দেশনায় এবারই প্রথম আমি কাজ করছি। খুব কম পরিচালকই আছেন যাদের নির্দেশনায় কাজ করতে আমি নিজে থেকে আগ্রহবোধ করি, সুমন ভাই তাদের মধ্যে একজন। তার নির্দেশনায় শুটিং আমি দারুণ উপভোগ করছি।’

উল্লেখ্য, মৌসুমী হামিদ, শবনম ফারিয়া ও তন্ময় এবারই প্রথম কোনো ধারাবাহিক নাটকে একসঙ্গে কাজ করছেন। পরিচালক সুমন আনোয়ার জানান, শিগগিরই ‘ইডিয়ট’ একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৬, ২০১৭)