রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি সকাল-সন্ধ্যা হরতাল চলছে। জেলার জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে গুলি করে হত্যা ও বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার হরতালের ডাক দেয় জেলা যুবলীগ।

স্থানীয়রা জানান, হরতালের কারণে সকালে রাঙামাটি থেকে কোনো প্রকার যানবাহন ছেড়ে যাইনি। অভ্যন্তরীন নৌ-রুটেও উপজেলাগুলোর উদ্দেশে কোনো প্রকার লঞ্চ-বোট ছেড়ে যায়নি। শহর অভ্যন্তরে চলাচলের একমাত্র বাহন সিএনজি অটোরিকশা চলাচলও বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে শহরের বিভিন্ন পয়েন্টে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ (পিপিএম) বলেন, ‘কোথাও কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে হরতাল পালন হচ্ছে। শহরের অভ্যন্তরে চলাচলের একমাত্র বাহন সিএনজি অটোরিক্সা চলাচলও বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

মঙ্গলবার রাতে জেলার জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চাকমাকে হত্যা ও বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মার্মার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলা যুবলীগ এই হরতালের ডাক দেয়। হত্যাকাণ্ড ও হামলার জন্য আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ি করেছে জেলা আওয়ামী লীগ।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০৭, ২০১৭)