দ্য রিপোর্ট ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ঝুলিতে জমা পড়লো আরেকটি পুরস্কার। সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে মাদার তেরেসা পুরস্কার পেলেন বলিউডের এই গ্ল্যামার গার্ল।

চলতি বছর সিরিয়া সফরে গিয়ে যুদ্ধাহত শরণার্থী শিশুদের পাশে দাঁড়ানোয় প্রিয়াঙ্কাকে এ সম্মানে ভূষিত করে মাদার তেরেসা ফাউন্ডেশন। তবে বর্তমানে মার্কিন টিভি সিরিয়াল কোয়ান্টিকোর তৃতীয় কিস্তির কাজের সুবাদে আমেরিকায় থাকায় প্রিয়াঙ্কার হয়ে পুরস্কারটি গ্রহণ করেছেন তার মা মধু চোপড়া।

পুরস্কার গ্রহণকালে প্রিয়াঙ্কার মা জানান, ‘সন্তানের কৃতিত্বে মা হিসেবে আমি গর্বিত। আর তার পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করতে পেরে সম্মানিত বোধ করছি।’

এর আগেও সুস্মিতা সেন, মালালা ইউসুফজাই, আন্না হাজারে ও অস্কার ফার্নান্দেজের মতো ব্যাক্ত্বিত্বরা এ পুরস্কার গ্রহণ করেছিলেন।

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ১২, ২০১৭)