দ্য রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘন্টায় পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগণ সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে। ওই সময়ে কোম্পানির শেয়ার ক্রয়ে আগ্রহ দেখা গেলেও বিক্রেতার ঘর শূন্য ছিল।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন দুপুর ১২টা ৮ মিনিটের দিকে ড্রাগণ সোয়েটারের ১৩ লাখ ৭ হাজার ৭১৬টি শেয়ার ১৮.৮০ টাকায় শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচিত সময়ে কোম্পানিটি ৩০ লাখ ৩০ হাজার ৪৭৩টি শেয়ার ১ হাজার ৯৪ বার হাতবদল হয়। যার বাজার দর ৫ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার টাকা। কোম্পানির শেয়ার দর সর্বশেষ ৯.৯৪ শতাংশ বেড়ে ১৮.৮০ টাকায় লেনদেন হয়।

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ৩১, ২০১৭)