দ্য রিপোর্ট ডেস্ক : ফারুকীর ‘শনিবারের বিকেল’ ছবিতে ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানি ও বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ছাড়াও অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হবে। ২০১৮ সালের প্রথম প্রহরে এ খবর জানা গেল।

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ আজ দিবাগত রাত ১২ টায় জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফ্যানপেজে লাইভে এসে জানান, ‘শনিবারের বিকেল’ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন জাহিদ হাসান। ঘোষণার সময় জাহিদ হাসান নিজেও উপস্থিত ছিলেন।

এর আগে গেল অক্টোবরে ‘ডুব’ ছবি মুক্তির আগেই নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ঘোষণা দিয়েছিলেন ‘শনিবারের বিকেল’ নামে একটি ছবি নির্মাণ করবেন। এই ছবির ইংরেজি ট্যাগলাইন হবে ‘স্যাটারডে আফটারনুন’।

বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হবে ‘শনিবারের বিকেল’ ছবিটি। এই ছবিতে বাংলাদেশ থেকে প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল। আর ভারতের শ্যাম সুন্দর দে। গেল ডিসেম্বর মাসে ছবির শুটিং শুরুর কথা থাকলেও নানাকারণে সেটি হয়নি। আগামী ফেব্রুয়ারি নাগাদ শুরু হবে ‘শনিবারের বিকেল’ ছবির শুটিং।

অন্যদিকে নির্মাতা ফারুকীর সঙ্গে এর আগেও কাজ করেছেন জাহিদ হাসান। টিভি ফিকশন ছাড়াও ফারুকী পরিচালিত ‘মেড ইন বাংলাদেশ’ নামের রাজনৈতিক স্যাটায়ারধর্মী ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান জাহিদ হাসান।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০১, ২০১৮)