দ্য রিপোর্ট ডেস্ক : এফএ কাপের তৃতীয় রাউন্ডে ডার্বি কাউন্টির বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে হোসে মরিনহোর দল ম্যানচেস্টার ইউনাইটেড।

খেলতে নেমে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি ম্যানইউ। এ সময় বেশ কিছু গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি দলটি।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ম্যানইউকে শুরুতে এগিয়ে দেন লিনগার্ড। ম্যাচের ৮৪ মিনিটে দলকে লিড এনে দেন তিনি। ইংলিশ লিগে আগের ম্যাচে এভারটনের বিপক্ষেও ম্যানইউর হয়ে গোল পেয়েছেন তিনি। শুরুতে তার গোলে এগিয়ে যাওয়ার পর ম্যানইউর ব্যবধান দিগুণ করেন রোমেলু লুকাকু।

ম্যাচের ৯০ মিনিটে গোল করে ম্যানইউকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন বেলজিয়ান এ স্ট্রাইকার। তাদের দুই গোলে ভর করে ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ।

এ ম্যাচে জয়ের ফলে এফএ কাপের তৃতীয় রাউন্ডে নিজেদের ৩৩ ম্যাচের মধ্যে ৩১টিতেই জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। আর এফএ কাপে নিচু সারির দলের বিপক্ষে শেষ ১৩ ম্যাচের ১২টিতে জয় পেয়েছেন ম্যানইউ কোচ মরিনহো।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৬, ২০১৮)