দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রবীণ সাংবাদিক হাসানুজ্জামান খান আর নেই। রবিবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর মিরপুরে সাংবাদিক কলোনির নিজের বাসায় তার মৃত্যু হয়। হাসানুজ্জামান খানের ছোট মেয়ে বিপী ইয়াসমীন গণম্যাধ্যমকে এ তথ্য জানান।

মৃত্যুকালে তার বয়স ছিল ৬৯ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন।

তার নামাজে জানাজা সোমবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে।

পরিবারের সদস্যরা জানান, মিরপুরের কালশী কবরস্থানে প্রয়াত সাংবাদিককে দাফন করা হবে।

মৃত্যুকালে স্ত্রী নুরুন নাহার, দুই মেয়ে সাপী ইয়াসমীন ও বিপী ইয়াসমীনকে রেখে যাওয়া হাসানুজ্জামান খান ইংরেজি দৈনিক নিউ নেশনের যাত্রালগ্ন থেকে তার সঙ্গে জড়িত ছিলেন। তিনি পত্রিকাটির সহযোগী সম্পাদক পদেও অধিষ্ঠিত হন।

তিনি ইংরেজি দৈনিক দ্যা ইন্ডিপেনডেন্টের বার্তা সম্পাদক হিসেবেও কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর নেওয়ার পর পাকিস্তান আমলে দ্যা পিপলস পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন হাসানুজ্জামান খান। দীর্ঘ কর্মজীবনে তিনি দ্যা মর্নিং সান, বাংলাদেশ টাইমসসহ বিভিন্ন ইংরেজি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেছেন।

জাতীয় প্রেস ক্লাবের সদস্য হাসানুজ্জামান খানের মৃত্যুর পর এক বিবৃতিতে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৮, ২০১৮)