দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জোটগত প্রার্থী দেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। জোটের প্রার্থী মনোনয়নে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী আসন্ন ডিএনসিসি উপনির্বাচনে মেয়র পদে একজনের নাম ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন জোটের অন্য শরিকেরা। জোটের সঙ্গে আলোচনা না করেই প্রার্থী ঘোষণাকে শিষ্টাচার বহির্ভূত বলেছেন শরিক দলের কোনো কোনো নেতা।


ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমির সেলিম উদ্দিনকে প্রার্থী ঘোষণার বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে বলেও বৈঠক সূত্র জানিয়েছে।

বৈঠকে জামায়াত নেতা আবদুল হালিম বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে যে কেউ প্রার্থী হতে পারে। তফসিলের পর জোটগতভাবে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেই সবাই কাজ করবে।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়াকে ছাড়া ২০-দলীয় জোট অংশ নেবে না বলে সিদ্ধান্ত হয়েছে।

দ্রুততম সময়ের মধ্যে একটি আইনজীবী সমাবেশ ও একটি ওলামা সমাবেশ করার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া সরকারের দুর্নীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সবাইকে কথা বলতে বৈঠকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে রাত সোয়া ৯টার দিকে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় সোয়া ১১টায়।

এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপা সভাপতি রেহানা প্রধান, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, এনপিপি’র ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী ঐক্যে জোটের আবদুর রকিব, খেলাফত মজলিসের আহমেদ আবদুল কাদের, ন্যাপ ভাসানীর আজারুল ইসলাম, জমিয়তে ওলামা ইসলামের আবদুর রব ইউসুফী, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মুনি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মঞ্জুর হোসেন ঈসা, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ এবং বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৯, ২০১৮)